
নিজস্ব প্রতিবেদক:
আগামী ৩ডিসেম্বর বিএনপির রাজশাহী বিভাগীয় মহাসবেশ উপলক্ষে নাটোরে সমন্বয় সভা করেছে জেলা বিএনপি। সকালে নাটোর জেলা বিএনপির আলাইপুরস্থ অস্থায়ী দলীয় কার্যালয়ে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
সভায় জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু।
এসময় বিএনপির ত্রাণ ও পূর্নবাসন বিষয়ক সহ সম্পাদক শফিকুল হক মিলন, কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটির সদস্য কাজী গোলাম মোর্শেদ,জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বক্তব্য দেন।
এসময় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, সরকার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করছে। সরকারের কোন বাধাই বিএনপির নেতা কর্মীরা মানবেনা। আগামী ৩ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ জনস্রোতে পরিনত হবে। এখান থেকেই সরকারকে হলুদ কার্ড দেখানো হবে।
