নিজস্ব প্রতিবেদক
সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির আহবায়ক কমিটি নিয়ে বেশ উত্তাল নাটোর। ১৬সদস্যের কমিটির মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে হামজা গ্রুপের চেয়ারম্যান আবুল কাশেম ও নাটোর জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক মিজানুল হক ডিউক।
এরই মধ্যে মঙ্গলবার বিকেলে শহরের দত্তপাড়ায় আবুল কাশেমকে অবাঞ্চিত ঘোষণা করে তার কুশ পুত্তলিকা দাহ করেছে পদবঞ্চিত বিএনপির নেতা কর্মীরা।
তবে ১৬সদস্যের কমিটির মধ্যে সবচেয়ে বেশি আলোচনা সমলোচনা হচ্ছে শিল্পপতি আবুল কাশেম কে নিয়ে। নাটোরে তার দলে অবস্থান এবং নিষ্কিয়তা নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন তিনি।
সদ্য ঘোষিত জেলা বিএনপির সদস্য আবুল কাশেম বলেন, ২০১৩ সালে দিনাজপুরে দুলু (রুহুল কুদ্দুস তালুকদার দুলু) সাহেবের নির্দেশে আমার ওপর হামলা হয়েছিল। পরে এয়ার এম্বুলেন্সে আমাকে সিঙ্গাপুর যেতে হয়েছিল। বিষয়টি তারেক রহমানসহ সবাই জানতেন।
পরে ম্যাডাম খালেদা জিয়া আমাকে বলেছে, এখন থেকে তোমার আর নাটোরে যাওয়ার দরকার নেই। তুমি ঢাকায় রাজনীতি করো। আমার বর্তমান পোস্ট হচ্ছে আমি ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনের উপদেষ্টা।
সেইসাথে ২০১৩ সাল থেকে পুরো গাজীপুরের দায়িত্বে রয়েছি আমি। রুহুল কুদ্দুস তালুকদার দুলু নাটোরের কিংবদন্তি নেতা। তার (দুলুর) তো বিএনপির সঙ্গে সম্পর্ক অত্যন্ত নিবিড়, তিনি তারেক রহমান সাহেবকে বললেই তো হয় যে কাশেম কে? তাকে কেন নাটোরের কমিটিতে রাখা হলো।
আবুল কাশেম আরও বলেন’ এরা ৫০০ বার আমার কুশপুত্তলিকা দাহ করলেও আমার কোন সমস্যা নেই। যদি পারে কমিটি থেকে বাদ দিয়ে দিক। আমি ব্যবসা করে খাই, রাজনীতি করে খেতে হবে না আমার
তিনি বলেন’ আমাকে ম্যাডাম দায়িত্ব দিয়েছে, ম্যাডামের দায়িত্ব পালন করেছি। হয়তো তিনি সন্তুষ্ট হয়েছেন।
এদিকে আজ বিকেলে শহরের দত্তপাড়ায় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ তুলে সদ্য ঘোষিত নাটোর জেলা বিএনপির সদস্য আবুল কাশেমের পদ বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাংশের নেতাকর্মীরা। এসময় বিএনপি নেতা আবুল কাশেমের কুশপুত্তলিকা দাহ করেন বিক্ষোভকারীরা।
বিক্ষোভ সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক বলেন জুয়েল রানা বলেন, নতুন যে জেলা বিএনপির কমিটি হয়েছে সেখানে আবুল কশেম নামে একজনকে সদস্য করা হয়েছে। সে যে বিএনপি করে এটাই আমরা জানিনা। তাকে গত ১৭ বছরে দলীয় কোন আন্দোলন-সংগ্রামে দেখা যায়নি। এমন কর্মকাণ্ডে হতাশ হয়েছে ত্যাগী নেতা কর্মীরা।
তাই আমরা বলতে চাই, ১ সেকেন্ডের জন্যও কাসেমকে দত্তপাড়ার মাটিতে দাড়াতে দেবো না। আমাদের নেতা তারেক রহমানের কাছে আবেদন জানাই দ্রুত নাটোর জেলা কমিটি সংশোধন করে কমিটিতে ত্যাগীদের স্থান দেয়া হোক।