Home গুরুদাসপুর দূর্গাপূজায় কোন মাদক সেবন চলবে না-আব্দুল কুদ্দুস এমপি

দূর্গাপূজায় কোন মাদক সেবন চলবে না-আব্দুল কুদ্দুস এমপি

37
0
এমপি কুদ্দুস

নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেছেন, গুরুদাসপুরে এবারের দূর্গাপূজায় কোন মাদক সেবন চলবে না। প্রয়োজনে চোলাই মদের দোকানও বন্ধ থাকবে।

১৪ সেপ্টেম্বর (বুধবার) বেলা ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, এর আগে প্রতিমা বিসর্জনের দিনে মদ্যপ অবস্থায় অপু ঘোষ নামের এক যুবক নন্দকুজা নদীতে ডুবে মারা যায়।

উপজেলা প্রশাসনের আয়োজনে ইউএনও মো. তমাল হোসেনের সভাপতিত্বে প্রস্তুতি সভায় উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন, পৌর মেয়র শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) মেহেদি হাসান শাকিল, ওসি আবদুল মতিন, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ প্রমুখ বক্তব্য রাখেন।

জানা যায়, এ উপজেলায় গতবারের মতো এবারও ৩১টি পূজামণ্ডপে জাঁকজমক ভাবে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে।

Previous articleদপ্তর প্রধানদের নিয়ে জনগণের মুখোমুখি হলেন প্রতিমন্ত্রী পলক!
Next articleবড়াইগ্রামে ডাকাতি হওয়ায় ২২টি গরু উদ্ধার, ৬ ডাকাত গ্রেফতার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here