Home জেলা সংবাদ দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী- নাটোরে দুলু

দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশন দায়ী- নাটোরে দুলু

247
0
নাটোরে বিএনপি নেতা দুলু

নিজস্ব প্রতিবেদক:
দেশে গণতন্ত্র ধ্বংসের জন্য নির্বাচন কমিশনকে দায়ী করে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করার কারনে দেশ আজ গণতন্ত্রহীন। কারচুপির নির্বাচনের মাধ্যমে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছে।

তিনি বলেন, কমিশন এতোটাই ব্যর্থ প্রার্থীদের নিরাপত্তা দিতে পারছেনা। ইতিমধ্যেই ২ জন কাউন্সিলর প্রার্থী খুন হয়েছেন। তার পরও নির্বাচন কমিশন জাতীর ঘাড়ে চেপে বসে আছে।গণতন্ত্রের স্বার্থে নির্বাচন কমিশনারদের পদত্যাগের আহবান জানান দুলু।

দুপুরে নাটোর শহরের আলাইপুর জেলা বিএনপি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে দলের নেতা কর্মিদের সাথে মত বিনিময়কালে এসব কথা বলেন দুলু।

পৌর বিএনপি নেতা মুরাদুজ্জামান সৌরভের সভাপতিত্বে সভায় জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাচ্চু সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

Previous articleবড়াইগ্রামে নৌকার প্রার্থী নয়নকে সংবর্ধনা
Next articleনাটোরের ৩টি পৌরসভার নির্বাচনে ইভিএম মেশিন সহ সামগ্রী প্রেরণ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here