
নিজস্ব প্রতিবেদক:
ধর্মীয় ভাবগাম্ভীর্যর মধ্যে দিয়ে নাটোরে পালিত হচ্ছে ঈদুল ফিতর। সকাল সোয়া ৭টায় উত্তরের জেলা নাটোরে কেন্দ্রীয় ঈদগা মাঠে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয়।
এতে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক আবু নাসের ভু্ঁইয়া সহ রাজনৈতিক নেতাদের পাশাপাশি সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেন।
এরপর সকাল ৮টা ১৫মিনিটে ঈদের দ্বিতীয় এবং কেন্দ্রীয় মসজিদে সকাল সাড়ে ৭টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
অপরদিকে, সকাল সাড়ে ৯টায় বড়সাঐল ঈদগা মাঠে ঈদের নামাজ আদায় করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এসময় তিনি সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করেন। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মার শান্তিকামনায় মোনাজাত করা হয়।
