
আসলে নাটোরের লোকজন সহজ সরল নামীয় বোকাচণ্ডী। কয়েক বছর পুর্বে চুমকীখ্যাত এন জি ও এর মালিক ইসাহাক আলী কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে পাগারপার।
এতটুকু জানার পরও এদের কি করে আস্থায় আনছে নাটোরের মানুষগুলো? চিটার বাটপারদের কোন দল থাকেনা, এদের অসৎ পথে আয় করাই হচ্ছে মুল উদ্দেশ্য। চুমকীর সময়ে দেখেছি অনেক আওয়ামীলীগের নেতা বি এন পি নেতার সাথে মিলে এলাকার লোকদেরকে টাকার প্রলোভন দেখায়ে টাকা জমা দিতে উৎসাহ প্রদান করেছিল।
মুখে মুখে একে অপরকে রাজনৈতিক ভাষায় গালিগালাজ করলেও টাকার ভাগাভাগিতে দু দলের বাপটারগুলো এক হয়ে কাজ করে। খোঁজ নিয়ে দেখা যাবে এবারেও জনগনের টাকা কোননা কোন নেতার দ্বারা আত্মসাৎ হয়েছে। অবৈধ এন জি ও গুলো স্থানীয় প্রভাবশালীদের দ্বারাই নিয়ন্ত্রিত হয়ে থাকে বটে। পরিশেষ জনগনকে বলব যে তাড়াতাড়ি ধনী হওয়ার প্রবনতা থেকে বেড়িয়ে এসে সতেচন জীবন যাপনের মাধ্যমে নিজেকে গড়ে তুলাই হোক একমাত্র ব্রত।
লেখক: হামিদুর রহমান এর ফেসবুক ওয়াল থেকে
