
নিজস্ব প্রতিবেদক:
শুক্রবার সন্ধ্যায় নাটোরের সিংড়ায় নওমুসলিম ও অসহায় ২০টি পরিবারের মাঝে যাকাত’র অর্থ বিতরণ করা হয়েছে। সিংড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) এর সভাপতি অধ্যাপক আবুল কালাম আজাদ তার নিজস্ব তহবিল থেকে এই অর্থ বিতরণ করেন। পরে দোয়া ও ইফতারের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন দুপ্রক সাধারণ সম্পাদক এ্যাড আনোয়ার হোসেন, মানবাধিকার কর্মী অধ্যাপক আখতারুজ্জামান, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দুপ্রক এর সদস্য সাইফুল ইসলাম, সদস্য মহসিন আলী, রৌফুন নেছা, সাংবাদিক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।
