Home শিরোনাম নতুন ঘরের চাবি-মিষ্টি নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হাজির জেলা প্রশাসক!

নতুন ঘরের চাবি-মিষ্টি নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হাজির জেলা প্রশাসক!

309
0

নিজস্ব প্রতিবেদক:
জীবনবাজি রেখে দেশের জন্য যুদ্ধ করে ছিলেন নাটোরের লালপুর উপজেলার অন্ধ মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। আব্দুলপুর রেল স্টেশন থেকে দুই কিলোমিটার দুরে রেলের জায়গায় পরিবার-পরিজন নিয়ে বসবাস করতেন তিনি। কিন্তু রেলের জায়গা থেকে উচ্ছেদ হওয়ার পর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের জীবনে নেমে আসে ঘোর অনামিশা।

বিষয়টি নিয়ে চ্যানেল-২৪ এর রিপোর্টার একটি প্রতিবেদন প্রকাশ করেন। এরপর বিষয়টি নজরে আসে জেলা প্রশাসক মো: শাহরিয়াজের। তিনি অন্ধ মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনকে একটি ঘর উপহার দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী শনিবার নতুন ঘরের চাবী আর মিষ্টি নিয়ে লালপুর উপজেলার আব্দুলপুর গোসাইপাড়া এলাকায় মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের বাড়িতে হাজির হন জেলা প্রশাসক। এসময় দুই কক্ষ বিশিষ্ট ঘরটির চাবী মুক্তিযোদ্ধা আমজাদ হোসেনের কাছে হস্তান্তর করেন জেলা প্রশাসক মো: শাহরিয়াজ। এসময় জেলা প্রশাসক মুক্তিযোদ্ধাকে মিষ্টি খাইয়ে নতুন ঘরে তুলে দেওয়ার পাশাপাশি চাল, ডাল, তেল সহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী উপহার হিসেবে প্রদান করেন।

ঘর হস্তান্তর অনুষ্ঠানে লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কামন্ডার আব্দুর রউফ সহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্ত্রী-ছেলে মেয়ে নিয়ে রেলওয়ের জায়গায় বসবাস করতেন ৮০ বছর বয়সী বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন। রেল বিভাগের উচ্ছেদ অভিযানে সম্প্রতি তিনি গৃহহারা হয়ে ছেলে মেয়ে নিয়ে মানবেতর জীবন-যাপন করছিলেন।

এনিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশ হলে বিষয়টি জেলা প্রশাসকের নজরে এলে তিনি আমজাদকে ঘর নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন। প্রতিশ্রুতি অনুযায়ী জেলা প্রশাসকের নিজস্ব তহবিল হতে টিআর প্রকল্পের আওতায় দূর্যোগ সহনীয় ঘরটি নির্মাণ করে মুক্তিযোদ্ধা আমজাদের হাতে ঘরের চাবি তুলে দেন প্রশাসক মো: শাহরিয়াজ।

Previous articleনতুন ঘরের চাবী-মিষ্টি নিয়ে মুক্তিযোদ্ধার বাড়িতে হাজির নাটোরের জেলা প্রশাসক
Next articleলালপুরে নান্দ খাল খনন কাজের উদ্বোধন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here