Home লালপুর নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই চালুর দাবিতে পথ সভা

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই চালুর দাবিতে পথ সভা

104
0
নর্থ বেঙ্গল সুগার মিল

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর সুগার মিলে ১৮ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম চালু করার দাবিতে পথ সভা করেছে আখচাষী নেতারা।

শনিবার সকালে মিলের ক্যান্টিন গেটে অবস্থিত শহীদ কমরেড আ: সালাম স্মৃতি স্তভ চত্বরে এই পথ সভা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রব,থানা ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ প্রমুখ।

এসময় বক্তারা মিল কর্তৃপক্ষে ১৮ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম চালু করার দাবি জানান।

Previous articleদুলুর নির্দেশে লক্ষাধিক নেতা-কর্মী যাবে রাজশাহীর সমাবেশে- মিনু
Next articleগুরুদাসপুরে পাচারের সময় ৬০বস্তা সার জব্দ: ব্যবসায়ীর জরিমানা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here