
নিজস্ব প্রতিবেদক, লালপুর:
নাটোরের লালপুরে গোপালপুর সুগার মিলে ১৮ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম চালু করার দাবিতে পথ সভা করেছে আখচাষী নেতারা।
শনিবার সকালে মিলের ক্যান্টিন গেটে অবস্থিত শহীদ কমরেড আ: সালাম স্মৃতি স্তভ চত্বরে এই পথ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উত্তরবঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক বাবু সুকুমার রায়, মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুর রব,থানা ওয়ার্কার্স পার্টির সাংগঠনিক সম্পাদক আঃ সামাদ প্রমুখ।
এসময় বক্তারা মিল কর্তৃপক্ষে ১৮ নভেম্বর আখ মাড়াই কার্যক্রম চালু করার দাবি জানান।
