Home নলডাঙ্গা নলডাঙ্গায় আগুনে পুড়ে গেছে ৩০টি বাড়ি, অগ্নিদগ্ধ ২

নলডাঙ্গায় আগুনে পুড়ে গেছে ৩০টি বাড়ি, অগ্নিদগ্ধ ২

26
0
নলডাঙ্গায় আগুন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিলা উত্তরপাড়ায় অগ্নিকান্ডে অন্তত ৩০টি বাড়ি পুড়ে গেছে। এসময় অগ্নিদগ্ধ হয়েছেন দুইজন। দুই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৫টার দিকে বাসিলা উত্তরপাড়ার খলিলের বাড়ির রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে তা অন্য বাড়িগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের ভয়াবাহতা বেড়ে যাওয়ার কারনে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয় স্থানীয়দের। পরে এক ঘন্টা পর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে নাটোর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট, আত্রাই এবং বাগামারা এই চারটি ইউনিট দুই ঘন্টার চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

এসময় পুড়ে যায় অন্তত ৩০টি বাড়ি। আর অগ্নিদগ্ধ হয় আয়েশা খাতুন নামে এক গৃহবধুসহ দু’জন। বর্তমানে খোলা আকাশের নিচে বসবাস করছে ক্ষতিগ্রস্থ পরিবাররা। খবর পেয়ে স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন। সাধ্যমত ক্ষতিগ্রস্থদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।

নাটোর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক একেএম মোরশেদ জানান, ৫টা ৪৫মিনিটে নাটোর ফায়ার সার্ভিস খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে। এসময় মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। বর্তমানে মোট ৩০টি বাড়ি সম্পুর্ন ভাবে পুড়ে গেছে। প্রাথমিক ভাবে রান্না ঘর থেকে আগুনের সূত্র পাত হয়ে থাকতে পারে বলে ধারনা করা হচ্ছে।

Previous articleসিংড়ার কলমে প্রতিপক্ষের হামলায় আ’লীগ নেতা সহ ৭জন আহত
Next articleনাটোরে আ’লীগের দু’গ্রুপের মধ্যে চেয়ার ছোঁড়াছুঁড়ি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here