
নলডাঙ্গা প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে সাগর (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত কিশোর নলডাঙ্গা উপজেলার দুলভপুর গ্রামের গৌতম প্রামাণিকের ছেলে।
বুধবার বিকাল ৩ টার দিকে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশন,পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পরে তার মৃত্যু হয়। উপজেলার বীরকুটশা রেলওয়ে স্টেশনের ১ কিলোমিটার উত্তরে বটতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ধারনা করা হচ্ছে নিহত কিশোরটি একজন মানসিক প্রতিবন্ধী।
মাধনগর রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাষ্টার উজ্জল আলী বলেন,বিষয়টি সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশকে জানানো হয়েছে।
