
নিজস্ব প্রতিবেদক:
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমুল্য বৃদ্ধির প্রতিবাদে নাটোরের নলডাঙ্গায় পুলিশি বাধার মধ্যে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার বেলা ১২টার দিকে নলডাঙ্গা হাই স্কুল মাঠে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, নাটোর জেলা বিএনপির আহবায়ক আমিনুল হক, সদস্য সচিব রহিম নেওয়াজ, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন সহ অন্যান্যেরা।
এসময় ব্ক্তারা বলেন, সরকার আজ সব কিছুর দাম বাড়িয়ে সাধারণ মানুষের নাভিশ্বাস তুলেছে। আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পতন ঘটানো হবে।
