
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় বিএনপি মনোনিত মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নুর এজেন্টদের ভোট কেন্দ্র থেকে বের করে দেওয়ার অভিযোগ করেছেন।
সকালে পৌর এলাকার বুড়িরভাগ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে থেকে বিএনপির মেয়র প্রার্থীর দুই এজেন্টকে বের করে দেয় আওয়ামীলীগ মনোনিত প্রার্থীর কর্মী সমর্থকরা।
মুঠোফোনে বিএনপির মেয়র প্রার্থী আব্বাস আলী নান্নু অভিযোগ করে জানান, সকালে আমার এজেন্ট সাজু সহ দুই এজেন্টকে বুড়িরভাগ উচ্চ বিদ্যালয়ে বের করে দেওয়া হয়। এতে করে সুষ্ঠু নির্বাচন নিয়ে সংশয় তৈরী হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে।
