Home নলডাঙ্গা নলডাঙ্গায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত: আহত ২

নলডাঙ্গায় সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কিশোর নিহত: আহত ২

167
0
সড়ক দুর্ঘটনা নলডাঙ্গা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গায় সিএনজি ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নাঈম হোসেন নামে কিশোর নিহত ও দুইজন আহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা-পীরগাছা অঞ্চলিক সড়কের ব্রহ্মপুর কাশিয়াবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।আহতদের স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। জব্দ করা হয়েছে মোটরসাইকেল ও একটি সিএনজি।

নিহত নাঈম হোসেন (১৭) উপজেলার বাঙ্গালখলসি গ্রামের বাবু সরদারের ছেলে। আহতরা হলেন, বাঙ্গালখলসি গ্রামে জাহেদুল ইসলামের ছেলে বিশাল (১৭),একই গ্রামের মৃত আশরাফ হোসেনের ছেলে তানভির হোসেন (১৯)।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার নলডাঙ্গা হতে পীরগাছা আঞ্চলিক মহাসড়কের ব্রহ্মপুরের কাশিয়াবাড়িয়া এলাকায় দুটি মোটরসাইকেল পীরগাছার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজির সাথে মোটরসাইকেলের খোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় নাঈম হোসেন।

আহত বিশাল ও তানভির হোসেনকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় সিএনজি রেখে চালক পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ও একটি সিএনজি জব্দ করেছে পুলিশ।

Previous articleনাটোরে যুব অধিকার পরিষদ সদস্যের মরদেহ উদ্ধার
Next articleসাংবাদিক মাহাবুুবুর রহমান সন্ত্রাসী হামলার শিকার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here