Home শিরোনাম নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ ৩ দিনের রিমান্ডে

নলডাঙ্গা উপজেলা চেয়ারম্যান আসাদ ৩ দিনের রিমান্ডে

82
0
আসাদ

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের নলডাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাবেক নেতা জামিউল আলম জীবন হত্যা মামলার প্রধান আসামী উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার সকালে নাটোরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট-০১ এর বিচারক আশরাফুন নাহার রিটা এই রিমান্ড মঞ্জর করেন।

নাটোর কোর্ট ইন্সপেক্টর রফিকুল ইসলাম জানান, সকালে জীবন হত্যার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মানিক কুমার চৌধুরী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদকে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করেন।

পরে শুনানীশেষে বিচারক আশরাফুন নাহার রিটা আসাদের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য, সাবেক ছাত্রলীগ নেতা জামিউল আলম জীবন উপজেলা চেয়ারম্যান আসাদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে আপত্তিকর মন্তব্য করেন।

এই ঘটনার জেরে ১৯ সেপ্টেম্বর আসাদুজ্জামান আসাদ ও তার ভাইয়েরা প্রকাশ্যে জীবনের উপর হামলা চালায়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জীবন।

Previous article৩ প্রজন্মের সমাপ্তি!
Next articleসিন্ডিকেট করে কয়লার দাম বাড়ানো হচ্ছে- অভিযোগ ভাটা মালিকদের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here