Home শিরোনাম নলডাঙ্গা নির্বাচনে ভোটার উপস্থিতি কম

নলডাঙ্গা নির্বাচনে ভোটার উপস্থিতি কম

422
0

নিজস্ব প্রতিবেদক:
শান্তিপূর্ন ভাবে চলছে নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদের নির্বাচন। পঞ্চম ও শেষ ধাপের এ নির্বাচন শুরু হয় সকাল ৯টায়। বিভিন্ন অনিয়ম ঠেকাতে এবারই প্রথম সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহন চলবে। তবে ভোট শুরুর পর সকালে কেন্দ্র গুলোতে ভোটারদের উপস্থিতি বেশ কম লক্ষ্য করা গেছে। ভোটারদের উপস্থিতি একেবারেই কম। নির্বাচনী কর্মকর্তারা আশা করছেন বেলা বাড়ার সাথে সাথে বেড়ে যাবে ভোটার উপস্থিতি। তবে পূর্বের যে কোন নির্বাচনের তুলনায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মত।

নলডাঙ্গা উপজেলার কাজীপুর দিয়ার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার মোহাম্মাদ আকরামুজ্জামান বলেন, আবহাওয়া ভাল না হওয়ার কারনে ভোটারদের উপস্থিতি কম। তাছাড়া শান্তিপূর্ণ ভোট গ্রহন অনুষ্ঠিত করতে সকল ক্ষমতা দেওয়া হয়েছে। আমাদের উপর কোন চাপ নেই।

নাটোর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, ৫৩টি কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হচ্ছে। কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর নেই। নির্বাচন সুষ্ঠু করার জন্য সকল নিরাপত্তামুলক ব্যবস্থা রয়েছে।

উল্লেখ্য, ৫৩টি কেন্দ্রে মোট ১লাখ ৩হাজার ৪৭৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে মহিলা ভোটার ৫১হাজার ৬’শ ২১ এবং পুরুষ ভোটার ৫১হাজার ৮৭৩জন।

Previous articleনেই অগ্নিনির্বাপন ব্যবস্থা: নাটোরে আবাসিক এলাকায় ফোম ও তুলা কারখানা
Next articleনলডাঙ্গার নির্বাচনে ঘন্টায় ভোট পড়ছে ১৭৫টি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here