Home শিরোনাম নসিমন চালক রবি, আ’লীগে যোগদিয়েই কোটিপতি!

নসিমন চালক রবি, আ’লীগে যোগদিয়েই কোটিপতি!

867
0
আ’লীগে যোগ দিয়েই কোটিপতি

বিশেষ প্রতিবেদক:
ছিলেন নসিমন চালক, কিন্তু ২০০৮সালে বিএনপি থেকে আওয়ামীলীগে যোগ দিয়েই বনে গেছেন কোটিপতি। এলাকায় সৃষ্টি করেছেন ত্রাসের রাজক্ত। পুকুর দখল, জমি দখল সহ নানা অভিযোগ অপকর্মে জড়িত যুবদল থেকে আসা চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবির বিরুদ্ধে।

সম্প্রতি জমি নিয়ে বিরোধে রবি ও তার সহযোগিরা ছুরিকাঘাত করে হত্যা করেছে আওয়ামীলীগ নেতার স্ত্রী শিল্পীকে। এই ঘটনায় রবিকে প্রধান আসামী করে ১৫জনের নামে একটি হত্যা মামলা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে নিহতের মেয়ে মোছা. ইতি খাতুন বাদী হয়ে সিংড়া থানায় এই মামলা দায়ের করেন। এছাড়া মামলায় আরো ৪ থেকে ৫ জনকে অজ্ঞাতনামা নামা আসামী করা হয়েছে।

এদিকে গত ৬ সেপ্টেম্বর প্রকাশ্যে দিবালোকে আ’লীগের কর্মী শিল্পী বেগমকে ছুরিকাঘাতে হত্যা করে পালিয়ে যায় আ’লীগ নেতা রবিউল ইসলাম রবি। আর এই হত্যাকান্ডের ৪দিন পেরিয়ে গেলেও প্রধান আসামী রবিউল ইসলামের বিরুদ্ধে কোন সাংগঠনিক ব্যবস্থা না নেয়ায় আওয়ামীলীগের দলীয় নেতাকর্মীদের মাঝে সমালোচনার ঝড় বইছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এক সময় আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি চৌগ্রাম ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক ছিলেন এবং এলাকায় নসিমন (ভটভটি) চালিয়ে জীবন যাপন করতো।

কিন্তু ২০০৮ সালে হঠাৎ বিএনপি থেকে আওয়ামীলীগে যোগদান করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। এবং রাতারাতি বাড়ি-গাড়ীর মালিক বনে যান। সুদে কারবারি, পুকুর দখল ও চাঁদাবাজির কারণে এলাকার সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেন। তার ভয়ে এলাকার নির্যাতিত সাধারণ মানুষ মুখ খোলতে সাহস করে না। এছাড়াও এই হত্যা মামলার প্রধান আসামী আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি’র বিরুদ্ধে চৌগ্রাম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আজাহার আলী হত্যাসহ বিভিন্ন মালমা হলেও বার বার তিনি অদৃশ্য শক্তির কারণে পার পেয়ে যান।

চৌগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাঈদ আবুল বাসার শিপলু বলেন, বিএনপি সরকার ক্ষমতায় থাকা কালে রবিউল ইসলাম রবি তাকে হত্যার উদ্যেশ্যে খুর দিয়ে রক্তাক্ত জখম করেন। তিনি প্রাণে বেঁচে গেলেও তার শরীরে নিরানব্বইটি সেলাই দিতে হয়। এবং তাকে দীর্ঘ দিন সেই যন্ত্রণা ভোগ করতে হয়েছে।

বিএনপি ক্ষমতায় থাকার কারণে সে মামলা থেকে রেহাই পায়। পরে বিএনপি থেকে আ’লীগে যোগদান করে আবার এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আর এসব হাইব্রীড ও সুবিধাভোগী আ’লীগের কারণে আজ ত্যাগী নেতাকর্মীরা প্রতিনিয়তই নির্যাতিত হচ্ছে।

সাবেক সিংড়া উপজেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মতিয়ার রহমান মিলন বলেন, সম্প্রতি আওয়ামীলীগ নেতা রবিউল ইসলাম রবি’র নেতৃত্বে অতর্কিত হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল। কিন্তু তিনি প্রাণে বেঁচে গেলেও এবিষয়ে মামলা করেও কোন প্রতিকার পাননি।

উপজেলা আ’লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়দুদ দুদু বলেন, তার একটি পুকুর প্রায় ৮বছর ধরে জবর দখল করে রেখেছে রবিউল ইসলাম রবি। আর এক সময়ের নসিমন (ভটভটি) চালক রবি এখন পালসার মোটর সাইকেল নিয়ে ঘোরা-ফেরা করেন। বর্তমানে দুটি ট্রাকগাড়ীসহ অনেক সম্পত্তির মালিক।

চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মো. আলতাব হোসেন জিন্নাহ বলেন, দলীয়ভাবে রবিউল ইসলাম রবি’র বিষয়ে আলোচনা হয়েছে। তবে তার বিরুদ্ধে এখন পর্যন্ত কোন সাংগঠনিক ব্যবস্থা নেয়ার জন্য সিদ্ধান্ত হয়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিংড়া থানার উপ-পরিদর্শক (এসআই) কিশোর কুমার বলেন, এই ঘটনায় এখন পর্যন্ত সাদ্দাম হোসেন নামের এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাঁকী আসামীদের আটকের চেষ্টা চলছে। আর মামলার প্রধান আসামী রবিউল ইসলাম রবি’র বিরুদ্ধে অন্য কোন মামলা আছে কিনা তার জানা নেই। তবে লোক মুখে শুনেছেন তিনি একাধিক মামলার আসামী।

উল্লেখ্য গত ৬সেপ্টেম্বর প্রকাশ্য দিবালোকে চৌগ্রাম ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মৃত ইদ্রীস আলী মন্ডলের সহধর্মিনী আ’লীগকর্মী শিল্পী বেগমকে ছুরিকাঘাতে হত্যা ও তার ছোট বোন লাভলী পারভীনকে রক্তাক্ত জখম করে গা ডাকা দেন আ’লীগ নেতা রবিউল ইসলাম রবি।

Previous articleনাটোরে ১৯ জমির মালিককে অধিগ্রহনের টাকা পরিশোধ
Next articleচিরচেনা গ্রামবাংলার মাছ ধরার অনন্য উপকরণ “পলো”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here