
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের পথ বই মেলায় প্রকাশিত হয়েছে কবি নাজমুল হাসানের দ্বিতীয় কবিতার বই ‘দত্তপাড়ার আকাশ ‘।
বইটি প্রকাশ করেছে ‘নদী প্রকাশনা’। প্রচ্ছদ করেছেন রাজিব রায়।
বইটি ২১ ফেব্রুয়ারি নাটোর পথ বইমেলায় পাওয়া যাবে।
এরআগে নাজমুল হাসানের প্রথম কবিতার বই মাতাল সূর্য, তোমাকে স্বাগতম।
