Home সাহিত্য ও সংস্কৃতি নাজমুল হাসানের দ্বিতীয় কবিতার বই ‘দত্তপাড়ার আকাশ ‘

নাজমুল হাসানের দ্বিতীয় কবিতার বই ‘দত্তপাড়ার আকাশ ‘

263
0
কবি নাজমুল হাসানের কবিতার বই

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের পথ বই মেলায় প্রকাশিত হয়েছে কবি নাজমুল হাসানের দ্বিতীয় কবিতার বই ‘দত্তপাড়ার আকাশ ‘।

বইটি প্রকাশ করেছে ‘নদী প্রকাশনা’। প্রচ্ছদ করেছেন রাজিব রায়।

বইটি ২১ ফেব্রুয়ারি নাটোর পথ বইমেলায় পাওয়া যাবে।

এরআগে নাজমুল হাসানের প্রথম কবিতার বই মাতাল সূর্য, তোমাকে স্বাগতম।

Previous articleসিংড়ায় চলাচলের রাস্তায় বেড়া, অবরুদ্ধ ৭ পরিবার
Next articleডন শিকদারের প্রথম বই ‌’অনুগল্পের পথে’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here