Home নাটোর সদর নাটোরের নারদ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

নাটোরের নারদ নদের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

128
0
নারদ নদে অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক:
করোনার কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর নাটোরের নারদ নদের তীরে আবারো শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খালিদ হাসানের নেতৃত্বে সকাল সাড়ে ১০ টার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রীজ এলাকা থেকে শুরু করা হয় উচ্ছেদ অভিযান।

নদী রক্ষায় উচ্চ আদালত এবং এবং সরকারের নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে বলে জানান নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান।

এ সময় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নারদ নদের প্রায় ৩৩ কিলোমিটার এলাকায় প্রায় ২ হাজার অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। প্রথম দিনে আজ ৪৯টি স্থাপনা উচ্ছেদ করা হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোখলেছুর রহমান।

Previous articleমাদককে ‘না বলার শপথ’ নিলেন শিক্ষার্থীরা
Next articleস্বাধীনতার সুবর্ণজয়ন্তী: নাটোরে পতাকা র‌্যালী আনসার বাহিনীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here