Home বিবিধ নাটোরের পুলিশ সুপার বদলি, নতুন এসপি লিটন কুমার সাহা

নাটোরের পুলিশ সুপার বদলি, নতুন এসপি লিটন কুমার সাহা

1612
0

নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন সহ পুলিশ সুপার পদমর্যাদার ১১ কর্মকর্তাকে বদলির পরে, অন্য আরেকটি প্রজ্ঞাপনে ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আর বর্তমান নাটোরের পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন কে ঢাকা রেলওয়ে পুলিশের পুলিশ সুপার পদে বদলি করা হয়েছে। তার পরিবর্তে নাটোরে আসবেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার লিটন কুমার সাহা।

রোববার (১৪ জুলাই) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত অন্য এক প্রজ্ঞাপনে এ তথ্যে জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখিত বদলি হওয়া পুলিশ সুপাররা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন খানকে সহকারি পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে, মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ শাহ জালালকে সহকারী পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে, ফরিদপুর জেলার পুলিশ সুপার জাকির হোসেনকে উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে, নেত্রকোনা জেলার পুলিশ সুপার জয়দেব চৌধুরীকে উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার সাজ্জাদুর রহমানকে উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে, লক্ষীপুর জেলার পুলিশ সুপার মাহাতাব উদ্দিনকে উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে, সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার বরকত উল্লাহ খানকে ঢাকা হাইওয়ে পুলিশ ইউনিট এর পুলিশ সুপার।

নাটোর জেলা পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুনকে পুলিশ সুপার ঢাকা রেলওয়ে পুলিশে, মাদারীপুর জেলার পুলিশ সুপার সুব্রত কুমার হালদারকে রংপুর রেঞ্জের কার্যালয়ের সংযুক্ত করা হয়েছে।

অন্যদিকে নরসিংদী জেলার পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদকে উপ পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে, বাংলাদেশ পুলিশ অধিদপ্তরের এআইজি আনিসুর রহমানকে উপ-পুলিশ কমিশনার ঢাকা মেট্রোপলিটন পুলিশে, ঢাকা পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার আব্দুর রহিম চৌধুরীকে পুলিশ সুপার টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারে, বিশেষ পুলিশ সুপার ফারহাত আহমেদকে পুলিশ ট্রেনিং সেন্টার নোয়াখালীতে, ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার সাইফুল্লাহ বিন আনোয়ারকে সহকারি পুলিশ মহাপরিদর্শক পুলিশ অধিদপ্তরে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মাসুদ আহমেদকে পুলিশ সুপার অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) তে বদলি করা হয়েছে।

Previous articleজলাবদ্ধতায় দুর্ভোগে সিংড়ার হাজারো মানুষ
Next articleনাটোরে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠানের সার্ভর রুমে দুর্বৃত্তের আগুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here