শিক্ষার্থীদের তাত্ত্বিক জ্ঞানকে ব্যবহারিক ও উদ্ভাবনীমূলক প্রযুক্তিতে রূপান্তরিত করতে নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বাউয়েট) এ অনুষ্ঠিত হল দিনব্যাপী প্রযুক্তি মেলা।
সোমবার দুপুরে বাউয়েট এর নিজস্ব ক্যাম্পস চত্বরে এই মেলার উদ্বোধন করেন বাউয়েট এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান।
প্রযুক্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে অন্তত ৩০টি স্টল স্থান পায়। প্রযুক্তি মেলায় শিক্ষার্থীদের তৈরী রোবোটিক্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রিনিউএবল এনার্জি, স্মার্ট শহর সহ নানা থিমের উপর প্রকল্প ঘুরে দেখেন বিশ্ববিদ্যালয়েল উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান।
এসময় ট্রেজারার কর্নেল শওকত হুসেন পিএসসি, ভারপ্রাপ্ত রেজিষ্ট্রার মেজর মনজিনুল মুবীন সহ বিভিন্ন অনুষদের ডীন এবং বিভাগীয় প্রধানরা উপস্থিত ছিলেন। এই ধরনের প্রযুক্তি মেলার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে গবেষণা, উদ্ভাবন এবং উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার জন্য একটি আদর্শ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে জানান বাউয়েট এর উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এসএম লুৎফর রহমান।
এছাড়া দিন ব্যাপী এই প্রযুক্তি মেলায় বিভিন্ন টেকনিক্যাল ওয়ার্কশপ, সেমিনার এবং বক্তৃতার আয়োজন করা হয়। পরে সেরা উদ্ভাবনী প্রকল্পগুলিকে পুরস্কৃত করেন উপাচার্য।
সজাগ নিউজ । নাটোরের অনলাইন
