Home অন্যান্য নাটোরের বিএনপির সমাবেশে পথে পথে বাধা-মারপিট

নাটোরের বিএনপির সমাবেশে পথে পথে বাধা-মারপিট

159
0
বিএনপিকে পেটানো

নিজস্ব প্রতিবেদক:
বিএনপির যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই সরকার জনগনের ভোটের সরকার না, এই সরকার, ছাত্রলীগ,যুবলীগের সরকার। সরকারের পেটুয়া বাহিনী দিয়ে বিএনপির নেতা-কর্মীদের ওপর জুলুম-নির্যাতন করা হচ্ছে। আগামী দিনে ভোটের অধিকার ফিরিয়ে না আসা পর্যন্ত দলীয় নেতা-কর্মীরা মাঠে থাকবে। কোন ইভিএম এবং বর্তমান সরকারের অধিনে ভোট হবে না।

সোমবার দুপুরে নাটোর সদর ও পৌর বিএনপির আয়োজনে স্থানীয় উপশহর মাঠে বিএনপির এক সমাবেশে তিনি এসব কথা বলেন।


নাটোর জেল বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন, রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি সহ দলীয় নেতা কর্মীরা।

এরআগে বিএনপির সমাবেশ ঘিরে রাস্তায় রাস্তায় বেরিকেট সৃষ্টি করে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতা কর্মীরা। শহরের কালাইপুর মুসলিম ইন্সটিউটের সামনে অটো রিকশা থামিয়ে বিএনপি নেতা কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষদের মারপিট ও ধাওয়া করে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এসময় অন্তত ১০জন বিএনপির নেতা কর্মী আহত হয়েছে।

সমাবেশে বিএনপি নেতা কর্মিদের ওপর হামলার নিন্দা জানিয়ে দলের সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, নাটোর একটি সন্ত্রাসী জনপদের সৃষ্টি করেছে আওয়ামীলীগ। নাটোরের মতো সারা দেশের কোথাও বিএনপির নেতা কর্মীদের মারপিট করা হয়নি। এর জবাব আওয়ামীলীগকে দিতে হবে।

Previous articleটেক জায়ান্ট ইনফোসিসে ইয়ুথ ডেলিগেশনের মুগ্ধতা
Next articleদুই বোনের বিষপান, একজনের মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here