Home সাহিত্য ও সংস্কৃতি নাটোরের সাকামে অনুষ্ঠিত হল বর্ষার গান, বাঁশি আর এশ্রাজে মুগ্ধ দর্শকরা

নাটোরের সাকামে অনুষ্ঠিত হল বর্ষার গান, বাঁশি আর এশ্রাজে মুগ্ধ দর্শকরা

199
0
বর্ষার গান

নিজস্ব প্রতিবেদক:
এসো নীপ বনে, ছায়া বিথী তলে’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের ঐতিহ্যবাহী সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গান আর আবৃত্তিতে অনুষ্ঠিত হল বর্ষার গান।

গতরাতে শহরের শুকুলপট্টি সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়নে বরণ্যে সব শিল্পীদের বর্ষার গাণ ও আবৃত্তি পরিবেশনা করেন। এসময় মুগ্ধ হন দর্শকরা।

অনুষ্ঠানের শেষ ভাগে অনিমেষ মুকুটমনির বাঁশি এবং কুমারেশ বর্মনের এশ্রাজ মুগ্ধ করে দর্শকদের।

অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি উমা চৌধুরি জলি উপস্থিত ছিলেন।

Previous articleবিএনপি আগুন সন্ত্রাসী হিসেবে বিশ্বে পরিচিত -পানি সম্পদ উপমন্ত্রী
Next articleবাগাতিপাড়ায় চায়ের দোকানে বজ্রপাত: যুবকের মৃত্যু: আহত ৭

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here