
নিজস্ব প্রতিবেদক:
এসো নীপ বনে, ছায়া বিথী তলে’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের ঐতিহ্যবাহী সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানে গান আর আবৃত্তিতে অনুষ্ঠিত হল বর্ষার গান।
গতরাতে শহরের শুকুলপট্টি সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের আমিনুল হক গেদু মিলনায়নে বরণ্যে সব শিল্পীদের বর্ষার গাণ ও আবৃত্তি পরিবেশনা করেন। এসময় মুগ্ধ হন দর্শকরা।
অনুষ্ঠানের শেষ ভাগে অনিমেষ মুকুটমনির বাঁশি এবং কুমারেশ বর্মনের এশ্রাজ মুগ্ধ করে দর্শকদের।
অনুষ্ঠানে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর পৌরসভার মেয়র ও সাকাম সাংস্কৃতিক প্রতিষ্ঠানের সভাপতি উমা চৌধুরি জলি উপস্থিত ছিলেন।
