
নিজস্ব প্রতিবেদক:
দ্বিতীয় ধাপে নাটোরের ৩টি পৌরসভা নলডাঙ্গা, গোপালপুর ও গুরুদাসপুরের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামিকাল শনিবার।
এর মধ্যে নলডাঙ্গা পৌরসভার নির্বাচন হবে ইভিএমএ। এ লক্ষ্যে ইতিমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।
শুক্রবার বিকাল থেকে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসারের মাধ্যেমে কেন্দ্রে কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন সহ ব্যালট বাক্স, ব্যালট পেপার, সিল কালি পৌছে দেয়ার কাজ শুরু হয়।
নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে ৩টি পৌর এলাকায় ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছেন জেলা ম্যাজিস্ট্রেট মোহম্মদ শাহরিয়াজ।
