Home বিবিধ নাটোরে অগ্নিকান্ডে দুই কৃষকের বাড়িসহ মালামাল ভস্মিভুত

নাটোরে অগ্নিকান্ডে দুই কৃষকের বাড়িসহ মালামাল ভস্মিভুত

347
0

নিজস্ব প্রতিবেদক
নাটোর সদর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামে আগুন লেগে আকরাম হোসেন ও মামুন নামে দুই কৃষকের দালান বাড়ি ও ৪টি টিনের বসত ঘর পুড়ে গেছে। আগুনে নগদ ১ লাখ ৮০ হাজার টাকা সহ ৩ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

বুধবার রাত আড়াইটার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ পরিবার ও এলাকাবাসী জানায়, রাত আড়াইটার দিকে মামুনের বাড়ির বিদ্যুতের বাল্ব ফেটে গিয়ে আগুন লাগে। আগুন মহুতের্ ছড়িয়ে পড়ে। আগুনে মামুন ও আকরামের দালান ঘর সহ ৪টি টিনের তৈরি বসত ঘর পুড়ে যায়।

আকরাম হোসেন জানান, রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ঘুম ভেঙ্গে আগুন দেখে আতংকে ঘর থেকে বের হয়ে যাই। আগুনে ঘরে রাখা জমি বিখ্রির ১ লাখ ৮০ হাজার টাকা ও আসবাব পত্র সহ পড়নের কাপড় পুড়ে ছাই হয়ে গেছে।

মামুন বলেন তারও তিনটি বসত ঘর সহ মালামাল পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছেন।
উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আপাতত কম্বল ও শুকনো খাবারের ব্যবস্থা করা হয়েছে। পরিদর্শন করে পরবর্তী ব্যবস্থা গহন করা হবে।

Previous articleসিংড়ায় স্মৃতিস্তম্ভ নির্মাণ নিয়ে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ ও মানববন্ধন
Next article৯৪ লাখ টাকার পাজেরো জিপ পাচ্ছে ইউএনওরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here