
নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং স্থানীয় দৈনিক বারবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ্যাডভোকেট আলেক শেখের ওপর হামলা ও মারপিট করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।
বৃহস্পতিবার সকালে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আলেক শেখ নাটোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নুর বিরুদ্ধে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আলেক শেখ অভিযোগ করে বলেন, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সম্মেলন নিয়ে বুধবার রাত পৌনে ৯টার দিকে জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে দলের সিনিয়র নেতাদের একটি মিটিং চলছিল। এসময় কেন্দ্রীয় সম্মেলনে কাদের কে ডেলিগেট রাখা হয়েছে এবং তালিকায় তার নাম নাই কেন এবিষয়ে জানতে চাওয়া হয়। এমন সময়ে নাটোর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু তার উপর ক্ষিপ্ত হয়ে বলে তুই কে যে তোর নাম রাখতে হবে ।
এনিয়ে বাক বিতন্ডার এক পর্যায়ে চুন্নু তার উপর হামলা করে উপর্যপুরী মারপিট করে আহত করে। এ সময় সেখানে থাকা নেতৃবৃন্দের হস্তক্ষেপে তিনি প্রাণে রক্ষা পান বলে দাবি করেন।
পরে তিনি নাটোর সদর আধুনিক হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। এ ঘটনায় তিনি দলের সভানেত্রীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দের কাছে বিচার দাবী করেন।
আলেক শেখ বলেন, জাতীয় পার্টি থেকে দলে অনুপ্রবেশ করে বিশৃংখলার সৃষ্টি করছেন চুন্নু। এছাড়া চুন্নু তাকে হত্যার হুমকি দেওয়ার কারনে নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে আদালতে মামলা দায়ের করা হবে।
এদিকে, এ্যাডভোকেট আলেক শেখ কে মারপিটের ঘটনায় প্রকৃত আওয়ামীলীগের নেতা-কর্মীদের ক্ষোভ বিরাজ করছে। তবে দলের সিনিয়দের নেতাদের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছে না।
নাম প্রকাশ না করার শর্তে দলটির একাধিক নেতা বলেন, আলেক শেখ জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট হানিফ আলী শেখের ভাই। একজন প্রকৃত আওয়ামীলীগের কর্মী হয়ে হাইব্রীড নেতার হাতে মার খেতে হয়েছে। এর চেয়ে আর লজ্জার কিছু নাই। আলেক শেখকে মারপিটের মধ্যে দিয়েই প্রমান হয় হাইব্রীড নেতারা দলের বিশৃংখলা তৈরীর জন্য প্রবেশ করেছে।
তবে পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চুন্নু বলেন, যারা পদাধিকার তাদেরকেই ডেলেগেট করা হয়েছে। আলেক শেখের দলীয় কোন পদ না থাকায় তাকে তালিকা ভুক্ত করা হয়নি। এনিয়ে তর্ক বিতর্কের এক পর্যায়ে আলেক শেখ তার ওপর মারতে উদ্যত্ত হয়। এঘটনায় উভয়ের মধ্যে ধস্তাধস্তি এবং হাতাহাতির ঘটনা ঘটেছে, তাকে কোন মারপিট করা হয়।
