Home সিংড়া নাটোরে আটক ২টি গন্ধগোকুল অবমুক্ত

নাটোরে আটক ২টি গন্ধগোকুল অবমুক্ত

204
0
নাটেোরে গন্ধগোকুল

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মীদের প্রচেষ্টায় বিলুপ্ত প্রায় দুটি গন্ধগোকুলকে অবমুক্ত করা হয়েছে। খাঁচায় তালাবদ্ধ অবস্থায় একটি গন্ধগোকুল সিংড়া উপজেলার খাজুরিয়া ইউনিয়নের সোয়াইড় ও অপরটি বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নের মহানন্দগাছা গ্রাম থেকে উদ্ধার করে পৃথক দুটি জঙ্গলে অবমুক্ত করা হয়।

পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার খাজুরিয়া ইউনিয়নের সোয়াইড় গ্রামের কৃষক আব্দুস সবুর সরকারের বাড়ির হাঁস-মুরগীর ঘরে একটি গন্ধগোকুল ঢুকে পড়ে। পরে একটি খাঁচায় তালাবদ্ধ করে রাখা হয়।

অপরটি, বড়াইগ্রামের মহানন্দগাছা গ্রামে বৃহস্পতিবার রাতে গন্ধগোকুলটিকে একটি কুকুর ধাওয়া করলে এটি পালাতে গিয়ে একটি পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দা কামাল হোসেন বুঝতে পেরে মাছ ধরা জাল দিয়ে পুকুর থেকে গন্ধগোকুলটি উদ্ধার করেন। গত তিনদিন যাবৎ তিনি প্রাণীটিকে সেবাশুষা ও খাবার দিয়ে সুস্থ করে তোলেন। এদিকে রোববার রাতে স্থানীয় সাংবাদিক ও পরিবেশকর্মীদের সহযোগিতায় গন্ধগোকুল দুটিকে পাশের জঙ্গলে পৃথক পৃথক ভাবে অবমুক্ত করা হয়।

রাজশাহী বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক মো. জাহাঙ্গীর কবির জানান, এ প্রাণীর নাম গন্ধগোকুল। এরা নিশাচর প্রাণী, মূলত এরা ফল খেকো হলেও কীটপতঙ্গ ও শামুক খেয়ে জীবনযাপন করে। এছাড়া এরা ইঁদুর খেয়ে ফসলের উপকার করে থাকে।

Previous articleবড়াইগ্রামে নৌকার প্রচারনায় উপজেলা চেয়ারম্যান
Next articleটিকা প্রয়োগের তৃতীয় দিনে নাটোর সদর হাসপাতালে উপচে পড়া ভীড়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here