Home জেলা সংবাদ নাটোরে আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত

নাটোরে আন্তর্জাতিক অভিবাসি দিবস পালিত

285
0

নিজস্ব প্রতিবেদক
দক্ষ হয়ে বিদেশ গেলে-অর্থ সম্মান দুই মেলে’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে পালিত হ’ল আন্তর্জাতিক অভিবাসি দিবস। এ উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুল ইসলামসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, যে কোন শিক্ষায় শিক্ষিত ও দক্ষ হয়ে তবে বিদেশ যেতে হবে। বর্তমান যুগে সকল কর্মকান্ড চলে ডিজিটাল পদ্ধতিতে। তাই আগে যেভাবে মানুষ বিদেশে যেত এখন তা আর সম্ভব নয়। ফলে যেসব অদক্ষ মানুষ জমিজমা বিক্রি করে ভাগ্যের পরিবর্তনের জন্য বিদেশে যায় তারা সুবিধা করতে না পেরে সর্বশান্ত হয়ে দেশে ফিরে। আর যারা অবৈধ পথে বিদেশে যায় তাদের অনেকেরই জীবনও দিতে হয়। তাই দক্ষ হয়ে বিদেশে যাওয়ার জন্য বিদেশ গমনেচ্ছুদের পরামর্শ দেন বক্তারা। আলোচনা সভা শেষে বিদেশ থেকে যারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করে তেমন ছয় জনকে পুরস্কৃত করা হয়।

Previous articleমদ সেবনের সময় নাটোর জেলা পরিষদ সদস্য বদিউর রহমান আটক
Next articleভিসা বাণিজ্যে নিঃস্ব প্রবাসী কর্মীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here