
নিজস্ব প্রতিবেদক:
শ্লোগান দেওয়াকে কেন্দ্র করে নাটোর আওয়ামীলীগ কার্যালয়ে চেয়ার ছোঁড়াছুড়ির ঘটনা ঘটে। স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সমর্থকদের মধ্যে এই চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এসময় স্থানীয় নেতৃবৃন্দর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
রবিবার দুপুরে জেলা আওয়ামীলীগের কান্দিভিটুয়া অস্থায়ী কার্যালয়ে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির-বিন-আনোয়ার এর সামনে এই ঘটনা ঘটে।
দুপুর একটার দিকে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির-বিন-আনোয়ার জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয় উদ্বোধন করতে আসেন।
এসময় স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এবং জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান এর সমর্থকরা পৃথক পৃথক ভাবে শ্লোগান দিতে থাকে। এরই এক পর্যায়ে উভয় গ্রুপের নেতা কর্মীদের মধ্যে ধাক্কা-ধাক্কির এক পর্যায়ে চেয়ার ছোঁড়াছুঁড়ির শুরু হয়। পরে নেতৃবৃন্দ উভয় গ্রুপের সমর্থকদের শান্ত করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পরে সাবেক মন্ত্রী পরিষদ সচিব ও বাংলাদেশ আওয়ামীলীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির-বিন-আনোয়ার তার বক্তৃতায় বলেন, আগে যারা বাংলাদেশকে তোলাবিহীন ঝুড়ি বলতো সেই বিশ্বব্যাংক, আইএমএফ এখন বাংলাদেশের প্রশংসা করছে। বাংলাদেশের উন্নয়ন দেখে তারা বিষ্মিত হয়েছে। অর্থনৈতিক সংকটের মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের ধারা অব্যাহত রেখেছেন।
দুপুরে নাটোর জেলা আওয়ামীলীগের স্মার্ট কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দস, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, শহিদুল ইসলাম বকুল, রত্না আহমেদ এমপি, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি সহ আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
২০৪১সালে সরকারের স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে স্মার্ট আওয়ামীলীগ কার্যালয়ের যাত্রা শুরু বলে জানান নেতৃবৃন্দ। এখন আওয়ামীলীগের সকল কার্যক্রম ডিজিটালের মাধ্যমে বাস্তবায়ন হবে।
