
নিজস্ব প্রতিবেদক:
নাটোর জেলা আওয়ামীলীগ ও সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গ্রুপ পৃথক ভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে।
সকল ৮টায় নাটোর জেলা আওয়ামীলীগ কান্দিভিটুয়া অস্থায়ী দলীয় কার্যালয়ে জাতীয় ও কালো পতাকা উত্তোলন করে। এসময় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অপরদিকে, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল গ্রুপের নেতা-কর্মীরা তার নিজ বাসভবনে জাতীয় ও কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, নীরবতা পালন করে। এছাড়া শহরের কানাইখালি এলাকায় আলোচনা সভা ও দোয়া মহফিল করে সাংসদ শিমুল গ্রুপ।
এছাড়া নাটোর জেলা প্রশাসন সহ সকল সরকারী দপ্তর যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করছেন।
