
নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরে আওয়ামীলীগ নেতা ওসমান গনি কে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ওসমান গণি লালপুরের কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যার প্রধান আসামি এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এদিকে, হত্যার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ সুপার তারিকুল ইসলাম সহ পুলিশের উর্দ্বতন কর্মকর্তারা।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওসমান গনির সঙ্গে সাবেক ইউপি সদস্য রেজাউলের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। সকালে ওসমান গনি ডাঙ্গাপাড়া চিলান গ্রামের পুরাতন বাড়িতে চা খেয়ে বের হন তিনি। এসময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সাবেক ইউপি সদস্য রেজাউল করিম ও তার লোকজন হাসুয়া দিয়ে ওসমান গণির পা এবং হাতের রগ কেটে দেয়। এসময় লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে রক্তাক্ত জখম করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ওসি উজ্জল হোসেন জানান, কদিমচিলান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হত্যা মামলার প্রধান আসামি ছিলেন তিনি। আমরা খবর পেয়ে মরদেহ উদ্ধার করেছি। তদন্ত করে হত্যার আসল রহস্য উদঘাটন করা হবে বলে এ কর্মকর্তা জানান।
