Home নাটোর সদর নাটোরে আ’লীগ-বিএনপির পাল্টা কর্মসূচী: বিএনপির সংবাদ সম্মেলন

নাটোরে আ’লীগ-বিএনপির পাল্টা কর্মসূচী: বিএনপির সংবাদ সম্মেলন

92
0
আ’লীগ-বিএনপি

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল মঞ্চ ভাঙচুর ও একই স্থানে আওয়ামীগের পাল্টা কর্মসূচীর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।

শুক্রবার (৩১ মার্চ) সকাল ১০টায় শহরের আলাইপুর জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

অন্যদিকে, একই দিনে জেলা বিএনপির অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল কর্মসূচী স্থানে পাল্টা ‘শান্তি সমাবেশ’ পালনের ঘোষণা করেছে পৌর আওয়ামী লীগ।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ বলেন, আগামী ১ এপ্রিল শনিবার বিকেলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে শহরের আলাইপুর এলাকার উপশহরে অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিলের আয়োজন করে নাটোর জেলা বিএনপি।

মাহফিলে দায়িত্বপ্রাপ্ত নেতা বিএনপির সাংগাঠনিক সম্পাদক এড.এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু উপস্থিত থাকবেন মর্মে একটি দাওয়াত পত্র আমরা মোবাইলে আপলোড করি।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৫/১৬টি মোটরসাইকেলে করে এসে বিএনপি’র অবস্থান কর্মসূচি ও ইফতার মাহফিল উপশহর মাঠে নির্মানকৃত মঞ্চ এবং প্যান্ডেল ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগের সন্ত্রাসীরা। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শহিদুল ইসলাম বাচ্চু, সদস্য সচিব রহিম নেওয়াজ, জেলা বিএনপির অন্যতম সদস্য ফরহাদ আলী দেওয়ান শাহীন,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম প্রমুখ।

জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক শহিদুল ইসলাম বাচ্চু বলেন, প্রশাসনের অনুমতি নেওয়া একটি প্রোগ্রাম স্থানে এসে মঞ্চ ভাঙচুর করা হয়েছে। নির্ধারিত স্থানে আমাদের আগামীকালের শান্তি পূর্ণ কর্মসূচী পালন করবো। ভাংচুরের ঘটনায় আমরা প্রতিবাদ ও ধিক্কার জানাই।

এ বিষয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম রমজান জানান, বিএনপির তাদের অনুষ্ঠানে লোকজন জমায়েত করতে ব্যর্থ হবে এই আশঙ্কা থেকেই নিজেরাই মঞ্চ ভাঙচুর করেছে। এ দায় আওয়ামী লীগের উপর চাপাচ্ছে।

নাটোর সদর থানার কর্মকর্তা (ওসি) নাছিম আহমেদ জানান, ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এটি ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Previous articleলালপুরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ
Next articleপ্রধানমন্ত্রীর ঘর দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ” আ’লীগ নেতা কারাগারে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here