
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে পেশাদার সাংবাদিকদের সংগঠন ইউনাইটেড প্রেসক্লাবের নতুন অফিসের শুভ উদ্বোধন ও জেলা প্রশাসকের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সকালে শহরের কানাইখালী এলাকায় আামানা টাওয়ারে ফিতা ও কেক কেটে অফিসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ।
পরে ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় ক্লাবের সদস্য ইসাহাক আলীর সঞ্চালনায় এবং সভাপতি রেজাউল করিম রেজার সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ শাহরিয়াজ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম রাব্বী, নাটোর পৌর মেয়র উমা চৌধুরি জলি, হাইওয়ে পুলিশের বগুড়া অঞ্চলের পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিন, সহ সভাপতি হালিম খান, সাংবাদিক মুক্তার হোসেন, জুলফিকার হায়দার জোসেফ, সাবেক সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ সহ অন্যরা।
পরে বিদায়ী জেলা প্রশাসককে ক্রেস্ট ও উপহার প্রদান করেন সিনিয়র সাংবাদিকরা।
