
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে রাতের আধারে ইন্টারনেট সেবা প্রতিষ্ঠান একাত্তর কমিউনিকেশন ভবনের সার্ভর রুমে দুর্বৃত্তের দেওয়া আগুন পুড়ে গেছে বিপুল পরিমান মালামাল। এতে প্রায় ওই সার্ভার রুমের ভিতরে থাকা ৪ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে।
শনিবার দিবাগত রাত তিনটার দিকে শহরের ফৌজদারী পাড়া এলাকাস্থ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মাজেদুর রহমান চাঁদের বাড়ীর নিচতলায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এদিকে ওই সার্ভার রুমের পাশের রুমটি 7t1 News.com নামে একটি নিউজ পোর্টালের অস্থায়ী অফিস। তবে 7t1 News.com অফিসের তেমন বড় কোন ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর পরই ভবনের ওপরে বসবাস করা ভবনটির মালিক পোড়া গন্ধ পেয়ে ঘুম থেকে ওঠে পরে এবং ভবনের নিচের দিকে ধোয়া দেখতে পেয়ে স্থানীয়দের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
7t1 Communication Gi ম্যানেজিং ডাইরেক্টর ও ভবন মালিকের ছেলে নাফিউর রহমান উৎপল জানান, তিনি বর্তমানে ঢাকায় কর্মরত। নাটোর শহরের ফৌজদারী পাড়া মহল্লায় তার পৈত্রিক বাড়ীর নিচ তলায় তিনি তার এই 7t1 Communication প্রতিষ্ঠানটি করেছেন। প্রতিষ্ঠানটি দেখাশুনা করেন প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তারা।
এই 7t1 Communication টি যেহেতু একটি ইন্টারনেট সেবা ব্যবসা। সেহেতু এটি ঢাকা থেকেই পরিচালনা করা হয়। শনিবার দিবাগত রাত তিনটার দিকে তিনি জানতে পারেন 7t1 Communication এর সার্ভার ডাউন হয়ে গেছে। কোন রকম ইন্টারনেট সেবা পাচ্ছেন না তাদের গ্রাহকরা। এর কিছুক্ষণ পরেই ওই ভবনের উপরে বসবাস করা ভবন মালিক (উৎপলের আম্মা) মোবাইল ফোনে জানায় তাদের ভবনে আগুন লেগেছে। এরপর তিনি 7t1 Communication এর অন্যান্য কর্মকর্তাদের বিষয়টি মোবাইল ফোনের মাধ্যমে জানায়।
খবর পেয়ে তারা ভবনের সামনে ছুটে আসেন। ততক্ষনে এলাকাবাসীর সহযোগীতা আগুন নিয়ন্ত্রণে আসে। পরে 7t1 Communication এর ভিতরে গিয়ে তারা দেখতে পান সার্ভার রুমের পিছনের জানালা খোলা। সেই জানালার পাশেই দুইটি বড় বড় পাইপ পড়ে রয়েছে । পাইপের ঘরের ভিতরের অংশ আগুনে পুড়ে গেছে এবং জানালার দিকের অংশ ভাল রয়েছে। আগুনে মালামাল পুড়ে ভস্মিভুত হয়ে যাওয়ার পর বিকেল তিনটা পর্যন্ত 7t1 Communication গ্রাহকদের ইন্টারনেট সেবা বন্ধ থাকে। পরে তা ধীরে ধীরে স্বাভাবিক করা হয়।
ক্ষতিগ্রস্ত মালামালের মধ্যে তিনটি কম্পিউটার, একটি ডিভিআর,একটি ওএলটি, একটি টেবিল ফ্যান, একটি সিলিং ফ্যান, বেশ কয়েকটি রাউটার,সিসি ক্যামেরা সহ আরো বেশ কিছু। এ ঘটনায় নাটোর সদর থানায় একটি সাধারন ডায়েরী করা হয়েছে।
তিনি মনে করেন এটা পরিকল্পিত ভাবে আগুন ধরিয়ে দেওয়া। বর্তমানে নাটোর শহরে তাদের ইন্টার সেবা পাওয়া গ্রাহকের সংখ্যা প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। এতে প্রতিহিংসা বসত অন্যান্য প্রতিষ্ঠানের কেউ এমন ধরনের ঘটনা ঘটাতে পারে।
এ বিষয়ে 7t1 News.com এর বার্তা সম্পাদক রাকেশ কুমার পাল জানান, তিনি ভোর রাতে সংবাদ পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রনে আনে। তিনি অফিসের রুমে গিয়ে সকল প্রয়োজনীয় মালামাল ভাল অবস্থায় পেলেও অফিসের একটি কম্পিউটার আগুনের তাপে নষ্ঠ হয়ে যায়।
