Home শিরোনাম নাটোরে ইভ্যালির এমডির বিরুদ্ধে ১৭লাখ টাকার মামলা: সমন জারী

নাটোরে ইভ্যালির এমডির বিরুদ্ধে ১৭লাখ টাকার মামলা: সমন জারী

166
0
ইভ্যালীর এমডি

নিজস্ব প্রতিবেদক:

১৭ লাখ ৩৮ হাজার টাকার চেক জালিয়াতির অভিযোগে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালীর এমডি মোহম্মদ রাসেলের বিরুদ্ধে নাটোর আদালতে মামলা দায়ের করা হয়েছে।

জেলার সিংড়া উপজেলার ব্যবসায়ী রতন কুমার চৌধুরী বাদি হয়ে দুপুরে নাটোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদের আদালতে মামলাটি দায়ের করেন। শুনানী শেষে বিচারক আগামি ১৪ মার্চ অভিযুক্তকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

ব্যবসায়ী রতন চৌধুরী অভিযোগ করেন,তার প্রতিষ্ঠানের জন্য ইভ্যালির কাছ থেকে ১০টি মোটরসাইকেল অর্ডার দেন। এজন্য ১৭ লাখ ৩৮ হাজার টাকা প্রদান করেন। পরে মোটরসাইকেল সরবরাহে ব্যর্থ হয় ইভ্যালি।

রতনের চাপের ইভ্যালির এমডি রাসেলে একটি চেক প্রদান করেন। কিন্তু মিডল্যান্ড ব্যাংকের চেকটি ডিজঅনার হলে রাসেলের সাথে বার বার যোগাযোগের চেস্টা করে ব্যর্থ হন রতন।

Previous articleগুরুদাসপুর পোস্ট অফিস থেকে টাকা চুরি
Next articleমতিজান বেগমের দু:খ দেখবে কে?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here