Home নাটোর সদর নাটোরে ইয়াবা সহ চারঘাট থানার এএসআই  শাহনুল আটক

নাটোরে ইয়াবা সহ চারঘাট থানার এএসআই  শাহনুল আটক

105
0

নাটোর: ১৬২ পিচ ইয়াবা সহ রাজশাহীর চারঘাট থানার এএসআই  শাহনুল ইসলামকে নাটোর শহর থেকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বৃস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে নাটোর শহরের রথবাড়ি মোড় থেকে তাকে আটক করা হয় বলে জানান নাটোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এসআই তাইজুল ইসলাম।পরে তাকে নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়।

এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলছে বলে জানান তাইজুল।এএসআই  শাহনূলকে গত রাতেই থানায় হস্তান্তরের কথা স্বীকার করেছেন সদর থানার ওসি নাসিম আহমেদ।

Previous articleগামছা উড়িয়ে ট্রেন থামানোর কারনে দুর্ঘটনা থেকে রক্ষা পেল ‘বাংলাবান্ধা এক্সপ্রেস’
Next articleনাটোরে প্রসিদ্ধ জাতের আম সংগ্রহ শুরু, ৭৫০কোটি টাকার ব্যবসার আশা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here