Home শিরোনাম নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

নাটোরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন

158
0
উত্তরা এক্সপ্রেস টেন

নিজস্ব প্রতিবেদক:
নাটোরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পর থেকে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া অতিরিক্ত ইঞ্জিন লাগিয়েছে ট্রেনটি পুনরায় চালু করে গন্তব্য স্থানে পৌছানো হয়েছে।

আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়া উদ্দিন ও স্থানীয়রা জানান, সকালে পার্বতীপুর থেকে রাজশাহী গামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে এসে পৌঁছায়। পরে পৌনে ১১ টার দিকে ট্রেনের ইঞ্জিনটি ঘুরিয়ে লাইনে উঠানোর সময় হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মকর্তা-কর্মচারীরা। কিছুক্ষনের মধ্যেই ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে।

এসময় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। পরে রেল স্টেশন কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসকে খবর দেয়। এসময় ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তা আগুন নিয়ন্ত্রণে আনে। পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দ্যেশে রওনা দেয় ট্রেনটি।

Previous articleনাটোরে ট্রেনে কাটা পড়ে স্বাস্থ্য কর্মী ও সাবেক ফুটবলারে মৃত্যু
Next articleনাটোর পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক কে আদালতে তলব!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here