Home শিরোনাম নাটোরে এবার এসএসসি পরীক্ষার্থী ২০ হাজার ৭৩৩ জন

নাটোরে এবার এসএসসি পরীক্ষার্থী ২০ হাজার ৭৩৩ জন

168
0
এসএসসি পরীক্ষা

নাটোরে এসএসসি ও সমমান পরীক্ষায় ৪৬টি কেন্দ্রে মোট ২০ হাজার ৭৩৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।

রোববার (১৪ নভেম্বর) সকাল ১০টায় পদার্থ বিজ্ঞান পরীক্ষার মধ্য দিয়ে জেলার সকল পরীক্ষা কেন্দ্রে একযোগে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। ৫০ নম্বরের দেড় ঘণ্টাব্যাপী এই পরীক্ষায় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এর আগে পরীক্ষার্থীদের সকাল সাড়ে ৯টার মধ্যেই পরীক্ষা কেন্দ্রে প্রবেশের নির্দেশনা দেয়া হয়। যেকোনো প্রকার বিশৃঙ্খলা এড়াতে পরীক্ষা কেন্দ্রগুলোতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

জেলা শিক্ষা কর্মকর্তা আখতার হোসেন জানান, পরীক্ষার্থীদের মধ্যে রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে ১৫ হাজার ১৩৮ জন এসএসসি সাধারণ, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ হাজার ৩৮ জন, এসএসসি ভোকেশনাল এবং মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে এক হাজার ৫৫৭ জন এসএসসি দাখিল পরীক্ষার্থী অংশ নিয়েছেন।

জেলা প্রশাসক মো. শামীম আহমেদ জানান, সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা আয়োজনে জেলা প্রশাসন সমন্বয় সভা করেছে। এ ব্যাপারে পরীক্ষার কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়া হয়েছে।

Previous articleনাটোরে যুব উৎসব
Next articleনাটোরে দুর্বৃত্তদের হামলায় ডেকোরেটর কর্মির মৃত্যু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here