Home শিরোনাম নাটোরে এমপি রত্না আহমেদ’র বাসায় চুরির ঘটনায় চোর আটক

নাটোরে এমপি রত্না আহমেদ’র বাসায় চুরির ঘটনায় চোর আটক

962
0
চোর আটক

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে গ্রীল কেটে সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্না আহমেদ এর বাসায় চুরির ঘটনায় আরিফ হোসেন নামে এক চোরকে আটক করেছে পুলিশ। তবে চুরি হওয়া স্বর্ণলংকার বা নগদ টাকা উদ্ধার করতে পারেনি পুলিশ।

রবিবার দুপরে শহরের ডোমপাড়া মাঠ এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের এক কর্মকর্তা।

পুলিশ জানায়, সংসদ সদস্য রত্না আহমেদ ঢাকায় অবস্থান করার কারনে তার বাসায় কেউ ছিল না। বাড়ির কাজের লোকজন গতকাল সন্ধ্যায় কাজ শেষ করে বাড়ি চলে যায়। সকালে তারা কাজে এসে বাড়ির দারোয়ানের রুমে জিনিসপত্র এলোমেলো পড়ে থাকতে দেখে। এরপর দোতলায় গিয়ে এমপির রুমের গ্রীল কাটা দেখে পুলিশে খবর দেয়। পরে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা, নাটোর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত সহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরে সংসদ সদস্য বাড়ির সিসি টিভির ফুটেজ পর‌্যালোচনা করে চোরকে সনাক্তের পর শহরের ডোমপাড়া মাঠ এলাকার নিজ বাড়ি থেকে চোর আরিফকে আটক করা হয়। তবে চুরি হওয়া মালামাল উদ্ধার হয়নি।

Previous articleইউপি সদস্যকে টাকা দিয়েও প্রতিবন্ধি ভাতার কার্ড হয়নি বৃষ্টির
Next articleভাঙা সড়কে জাল ফেলে প্রতিবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here