
নিজস্ব প্রতিবেদক:
বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাত মার্চের ভাষণকে যথাযথ মর্যাদায় পালন করছে নাটোরের প্রশাসন, রাজনৈতিক ও পেশাজীবি সংগঠন।
সকালে কালেক্টরেট চত্ত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার সাইফুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান সাজেদুর রহমান খান সহ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন।
পরে আওয়ামী লীগের দলীয় কার্যালয় শহরের কান্দিভিটুয়ায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান সহ দলের নেতৃবৃন্দ। পরে শ্রদ্ধা শেষে বিশেষ মোনাজাত করেন দলের নেতাকর্মিরা।
এছাড়া স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল তার নিজ বাসভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
