
নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা ভাইরাসে আক্রান্তের চেয়ে সুস্থ হওয়ার হার বেশি রয়েছে। জেলায় এ পয়ন্ত মোট ৮৬জন আক্রান্ত হলেও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০জন। অর্থাৎ মাত্র ৩৬জন বর্তমানে আক্রান্ত রয়েছে।
জেলা সিভিল সার্জ অফিস জানান, গত দুই দিন বিরতি দিয়ে নাটোরে নতুন করে ব্যাংক কর্মকর্তা সহ আরও ৫জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট ৮৬জন করোনায় আক্রান্ত হলেন। আর এখন পর্যন্ত মারা গেছেন ১জন। এছাড়া এখন পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০জন।
তবে স্বাস্থ্য বিধি পুরোপুরি ভাবে পালন করা হলে নাটোরে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা আরও কবে আসবে।
