Home নাটোর সদর নাটোরে করোনায় ৪জনের মৃত্যু

নাটোরে করোনায় ৪জনের মৃত্যু

220
0
নাটোর সদর হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক:
উত্তরের জেলা নাটোরে থামছেই না করোনা সংক্রমণের হার। ২৪ঘন্টায় নতুন করে আরও ১৩১জন করোনায় আক্রান্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ৪জনের। এনিয়ে জেলায় মৃত্যু হল ৪৯জনের।

রবিবার সকালে সিভিল সার্জন অফিস সূত্রে এই তথ্য পাওয়া যায়। মৃত ব্যক্তিদের মধ্যে একজন নাটোর সদরের একজন সিংড়ায় এবং একজন বড়াইগ্ৰামের বলে জানা গেছে।

এদিকে, করোনা সংক্রমণের হার কমিয়ে আনতে জেলার ৮টি পৌরসভা চলছে সাত দিনের লকডাউন। পঞ্চম দিনের মতো ঢিলেঢালা ভাবে লকডাউন। লকডাউন কার্যকর করতে জেলা প্রশাসনের ভ্রাম্যামান আদালত ও আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ প্রশাসনের সদস্যরা মাঠে রয়েছে।

Previous articleনাটোর জেলা সমিতি ও বুয়েট এলামনাই’র অক্সিজেন সিলিন্ডার প্রদান
Next articleজনস্বার্থ আর প্রকৃত মৎস্যজীবীর স্বার্থ জলে যাচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here