Home শিরোনাম নাটোরে করোনা আক্রান্ত ৭৬জনের মধ্যে ৪০জনই সুস্থ

নাটোরে করোনা আক্রান্ত ৭৬জনের মধ্যে ৪০জনই সুস্থ

1034
0
করোনা

নিজস্ব প্রতিবেদক:
নাটোরে করোনা ভাইরাসে মোট আক্রান্ত ৭৬জনের মধ্যে ৪০জনই সুস্থ হয়ে উঠেছেন। আর মৃত্যুর পর জানা গেছে একজনের করোনা পজেটিভ। তবে করোনা নিয়ে মারা গেছেন এমন সংখ্যা নেই।

জেলা সিভিল সার্জন অফিস সূত্র জানায়, নাটোর জেলায় এ পর্যন্ত নমুনা সংগ্রহ করা হয়েছে ২হাজার ৬১৬জন। এরমধ্যে রিপোর্ট এসেছে ২হাজার ১১২জনের।

আর করোনা পজেটিভ এসেছে ৭৬জনের। এরমধ্যে ৪০জনই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। বর্তমানে ৩৬জন করোনা আক্রান্ত ব্যক্তি আইসোলেশনে রয়েছেন।

Previous articleনাটোরে স্ত্রীর পরকীয়াঃ জরিমানা দিবে স্বামী
Next articleকরোনাকালের বাজেট ভাবনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here