
নিজস্ব প্রতিবেদক:
করোনা উপসর্গ নিয়ে নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলীম মোল্লার মৃত্যু হয়েছে। ৭ সেপ্টেম্বর দুপুরে রাজারবাগ পুলিশ হাসপাতালে তার মৃত্যু হয়। এদিকে, আব্দুল আলীম মোল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নাটোর জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা।
জেলা পুলিশ কার্যালয় সূত্র জানায়, নাটোর জেলার সদর কোর্টে কর্মরত এএসআই আব্দুল আলীম মোল্লা করোনা উপসর্গ নিয়ে গত ৫ রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি হন। পরে ৭ সেপ্টেম্বর পুলিশ হাসপাতালের আইসিইউতিতে মৃত্যুবরণ করেন তিনি।
১৯৯৫ সালে কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন আব্দুল আলীম মোল্লা। পরবর্তীতে ২০১২সালে এএসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হন। জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার দক্ষিনতাউসারা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। দাম্পত্য জীবনে তিনি দুই সন্তানের জনক।
