
নিজস্ব প্রতিবেদক:
সারা দেশের মতো নাটোরেও আজ থেকে শুরু হয়েছে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড-১৯ টিকাদান কার্যক্রম।
সকালে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
এসময় নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাহাবুবুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
প্রথম দিনে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ভয় কাজ করলেও টিকা নিতে পেরে খুশি শিক্ষার্থীরা। এবার জেলায় ২লাখ ৩৯হাজার শিক্ষার্থীকে কোভিড-১৯ টিকা কার্যক্রমের আওতায় আনা হবে জানান জেলা স্বাস্থ্য বিভাগ।
