Home নলডাঙ্গা নাটোরে খয়রা মেছো পেঁচা উদ্ধার

নাটোরে খয়রা মেছো পেঁচা উদ্ধার

120
0
পেঁচা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, নলডাঙ্গা:

নাটোরের নলডাঙ্গায় খয়রা মেছো পেঁচা উদ্ধার করেছে পরিবেশ কর্মীরা।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে সবুজ বাংলার সদস্যরা নলডাঙ্গার মাধনগর থেকে অসুস্থ অবস্থায় পেঁচাটিকে উদ্ধার করে। পরে পেঁচাটিকে উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকতা ডাঃ মোঃ আহসান হাবিব, উপজেলা ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ রকিবুল হাসান সুজন। সংগঠনের সদস্য কামাল হোসেন, বিপ্লব কুমার, শুভ, রাজ, হৃদয়, আলামিন, শাওন, নাহিদসহ অন্যান্যরা।

বিবিসিএফ এর কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ফজলে রাব্বী জানান, পেঁচাটিকে নিবির পরিচর্যায় রাখা হয়েছে। সুস্থ হলেই প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

Previous article‌‘১০০’ টাকা নিয়ে হাতাহাতি: ১জনের মৃত্যু
Next articleনীড়ে ফিরল ১৫ বকপাখি!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here