Home শিরোনাম নাটোরে গড় পাশের হার ৯৭.৩০, জিপিএ-৫ পেয়েছে ২১৫৩জন

নাটোরে গড় পাশের হার ৯৭.৩০, জিপিএ-৫ পেয়েছে ২১৫৩জন

121
0
জেলা শিক্ষা ভবন

নিজস্ব প্রতিবেদক:
এবারের এইচএসসি পরীক্ষায় নাটোরে গড় পাশের হার ৯৭দশমিক ৩০। আর মোট জিপিএ-৫ পেয়েছে ২হাজার ১৫৩জন। দুপুরে রাজশাহী বোর্ডের ফলাফলে এই তথ্য জানা গেছে।

করোনাকালীন সময়ে এবার নাটোর জেলায় মোট পরীক্ষার্থী ছিলেন ১৩হাজার ১০০জন। এরমধ্যে পাশ করেছে ১২হাজার ৭৪৬জন। আর পরীক্ষায় অকতৃকার্য হয়েছে মাত্র ৩৫৪জন।

এবার রাজশাহী বোর্ডে ৬হাজার ৮০০জন ছেলে ৬৩০০জন মেয়ে পরীক্ষায় অংশগ্রহন করে। এরমধ্যে পাশ করেছে ৬হাজার ৫৭৬জন, আর মেয়ে ৬হাজার ১৭০জন। ছেলেদের জিপিএ-৫পেয়েছে ৯১৭জন এবং মেয়েদের ১হাজার ২৩৬জন। ছেলেদের গড় পাশের হার ৯৬ দশমিক ৭১ এবং মেয়েদের ৯৭দশমিক ৯৪ শতাংশ।

Previous articleনাটোরে প্যানেল ভিত্তিক নিয়োগের দাবিতে এনটিআরসিএ নিবন্ধিত সনদধারীদের মানববন্ধন
Next articleনাটোরে মন্দিরের প্রনামী বাক্স চুরির পর উদ্ধার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here