
নিজস্ব প্রতিবেদক:
গত উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রার্থীর বিপক্ষে নির্বাচন করার কারনে নাটোরের চারটি উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়ার সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেছে জেলা আওয়ামীলীগ।
গত ৩০ সেপ্টেম্বর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল এমপি স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম এবং বাগাতিপাড়া এই চার উপজেলায় আওয়ামীলীগের সম্মেলন ও কমিটি গঠন প্রক্রিয়ার সকল কার্যক্রম স্থগিত ঘোষনা করেন।
তবে জেলা আওয়ামীলীগের চিঠি উপক্ষো করে সিংড়া উপজেলা আওয়ামীলীগ বেশ কয়েকটি ইউনিয়নে সম্মেলন করে ওয়ার্ড কমিটি গঠণ করেছে বলে অভিযোগ উঠেছে।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক এবং পৌর আওয়ামীলীগের সভাপতি/সম্পাদক সহ ওই চার উপজেলার নির্বাচিত উপজেলার চেয়ারম্যানদের চিঠি দেয় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।
সূত্র জানায়, চলতি বছরের ১০ ডিসেম্বরের মধ্যে সকল সাংগঠনিক শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটির সম্মেলন করার জন্য নির্দেশ দিয়ে গত ২৩সেপ্টেম্বর চিঠি দেয় জেলা আওয়ামীলীগ। কিন্তু গত ৩০ ডিসেম্বর ওই চার উপজেলায় চিঠি দিয়ে সাংগঠনিক সকল কার্যক্রম বন্ধ করার জন্য নির্দেশ দেওয়া হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, গত উপজেলা পরিষদ নির্বাচনে যারা দলীয় প্রার্থী নৌকা প্রতীকের বিরুদ্ধে প্রকাশ্যে ও গোপনে অন্য প্রার্থীর পক্ষে কাজ করে দলীয় শৃংখলা ভঙ্গ করেছে তাতে করে যে দলীয় বিশৃংখলা ও বিতর্ক সৃষ্টি হয়েছে তাহা নিরসনের জন্য নাটোর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভায় সিদ্ধান্ত চুর্ড়ান্ত না হওয়া পর্যন্ত শাকার সকল ওয়ার্ড, ইউনিয়ন, পৌরসভা ও উপজেলার কমিটি গঠনের কার্যক্রম স্থগিত রাখার জন্য নির্দেশ প্রদার করা হল।
চিঠিতে আরো বলা হয়, নাটোর সদর, নলডাঙ্গা এবং লালপুর এই তিন উপজেলায় এই স্থগিতাদেশ কার্যকর হবে না।
এবিষয়ে নাটোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস জানান, বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অনেকে দল মনোনিত প্রার্থীর বিপক্ষে কাজ করেছেন। যার কারনে তাদের নামে কেন্দ্রে অভিযোগ রয়েছে। এ কারনে সিংড়া, গুরুদাসপুর, বড়াইগ্রাম এবং বাগাতিপাড়া এই চার উপজেলার নেতৃবৃন্দকে চিঠি দিয়ে কমিটি গঠন কার্যক্রমের সকল প্রক্রিয়া বন্ধ রাখতে বলা হয়েছে। আগামী ১৯অক্টোবর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় সে সব বিষয়ে সিদ্ধান্ত হবে। এরপর নির্দ্দিষ্ট সময়ের মধ্যে কমিটি গঠন শেষ করতে হবে।
সিংড়ার ইটালী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের কমিটি গঠনে নেতৃবৃন্দ।
সিংড়া পৌর আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক চিঠি পাওয়ার সত্যতা স্বীকার করে জানান, জেলার নির্দেশনা মানতে আমরা বদ্য পরিকর। জেলা আওয়ামীলীগ যে নির্দেশনা দিবে আমরা সেটাই মানবো। তবে উপজেলা আওয়ামীলীগ জেলার সে নির্দেশনা মানছেনা। তারা নির্দেশনা উপেক্ষা করেই ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করছে।
এদিকে, জেলা আওয়ামীলীগের নির্দেশনা অমান্য করেই চিঠি উপক্ষো করে সিংড়া উপজেলা আওয়ামীলীগ বেশ কয়েকটি ইউনিয়নের সম্মেলন করে ওয়ার্ড কমিটি গঠণ করেছে বলে অভিযোগ উঠেছে।
তবে এবিষয়ে সিংড়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আরিফ বলেন, কমিটি স্থগিতের বিষয়ে আমরা কিছুই জানিনা। তাছাড়া জেলা আওয়ামীলীগ থেকে আমরা কোন নির্দেশনা পাইনি। আগামী ১০ ডিসেম্বরের মধ্যে সকল সাংগঠনিক শাখার মেয়াদ উত্তীর্ণ কমিটি গঠনের লক্ষে আমরা ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করছি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেশ কয়েকটি ইউনিয়নের ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।
জেলা আওয়ামীলীগের নির্দেশনার পরও কমিটি গঠন চলছে এ বিষয়ে নাটোর জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক দিলীপ দাস বলেন, যারা জেলা আওয়ামীলীগের নির্দেশনা না মেনে কমিটি গঠন করছে, তারা ঠিক করছে না। আগামী ১৯অক্টোবর কেন্দ্রীয় নেতৃবৃন্দর সামনে এসব বিষয়ে উপস্থাপন করা হবে, তারাই সিদ্ধান্ত দিয়ে যাবে, সিংড়া উপজেলা আওয়ামীলীগের বিষয়ে কি সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যায়।
