
নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রামঃ
নাটোরের বনপাড়ায় ঈদগা ময়দান সাজানোর টাকা উত্তোলন নিয়ে প্রতিপক্ষের হাতুরী পেটায় সোহেল রানা নামে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছেন। রবিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহিষভাংগা দক্ষিনপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। সোহেল রানা বনপাড়া পৌর ছাত্রলীগের সহ-সভাপতি এবং আব্দুর খলিলের ছেলে।
পুলিশ ও এলাকাবাসীরা জানান, মহিষভাঙ্গা দক্ষিণপাড়া ঈদগা ময়দান সাজানো টাকা উত্তোলন নিয়ে ছাত্রলীগ নেতা সোহেল রানার সাথে রাজিব ও সাগরের বাক বিতন্ডা হয়। এক পর্যায়ে সাগর ও তার সঙ্গে থাকা লোকজন হাতুরি দিয়ে সোহেল কে উপযুপরি পেটায়। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নেওয়া। পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার।
