Home কৃষি নাটোরে জাতীয় পাট দিবস পালিত

নাটোরে জাতীয় পাট দিবস পালিত

81
0
পাট দিবস পালন

নিজস্ব প্রতিবেদক:
‘পাট শিল্পের অবদান, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ এই প্রতিপাদ্য নিয়ে নাটোরে’জাতীয় পাট দিবস পালন করা হয়েছে।

সোমবার(৬ মার্চ) সকাল নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এর আগে সকালে কালেক্টরেট ভবন প্রাঙ্গণে থেকে দিবসটি উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়।

সভায় বক্তারা বলেন, সোনালী আঁশের বাংলাদেশ বিশ্ব বাজারে চাহিদার শতকরা ৯০ শতাংশ কাঁচা পাট এবং শতকরা ৬০ শতাংশ পাটজাত পণ্য রপ্তানী করে সর্বোচ্চ পাট রপ্তানীকারক দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। দেশের জাতীয় রপ্তানী আয়ে একক কৃষি পণ্য হিসেবে পাট খাতের অবস্থান দ্বিতীয় এবং মোট জিডিপি’র অবদান ৪.৮৬ শতাংশ।

আলোচনা সভায় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক নাদিম সারওয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আব্দুল ওয়াদুদ, পাট অধিদপ্তরের পাট উন্নয়ন কর্মকর্তা জাকির হোসেন ও মুখ্য পরিদর্শক মোঃ হাফিজুর রহমা

Previous articleনাটোরে কমছে পাট ও পাটজাত পণ্য রপ্তানী।। ভারতের অ্যান্টি ডাম্পিং শুল্ক প্রত্যাহারের দাবি
Next articleনাটোরে যক্ষা বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here